ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে মাঠে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
জীবননগরে মাঠে মিলল যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্গে থাকা তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ আছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফজলুকে মৃত ঘোষণা করেন।

মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে। নিখোঁজ হওয়া জব্বারও একই গ্রামের বাসিন্দা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বাংলানিউজকে বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে মাঠে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা শুনেছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি জীবননগর হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।