ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছাত্রাবাসের বিছানায় পড়ে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
ছাত্রাবাসের বিছানায় পড়ে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর মরদেহ  হাসিবুল ইসলাম শিহাব

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি ছাত্রাবাস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুণ্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, হাসিবুল ইসলাম শিহাব ছাত্রাবাসের একটি কক্ষে গত রাতে ঘুমাতে যান। কিন্তু সকাল পেরিয়ে বিকেল গড়ালেও তিনি কক্ষ থেকে বের হননি। এ ঘটনায় এক সহপাঠী তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা অবস্থায় শিহাবের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

রাসুল সামদানী আজাদ আরও বলেন, ব্রেইন স্ট্রোক করে ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হতে পারে বলে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।