ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
নীলফামারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 

নীলফামারী: উত্তরের জেলা নীলফামারীতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে মেঘলা আকাশ বিরাজ করছে।

ফলে লোকজনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে উঠতি আলু, সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।  

বৃহস্পতিবার ভোরে কুয়াশার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে কর্মজীবীরা কাজে যেতে পারেননি। ফাগুনের এই বৃষ্টি কিছুটা হলেও ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। আর কয়েকদিন পর যে আলু তুলবেন কৃষকরা সেই আলু পানি পেয়ে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  

এছাড়াও সরিষা আবাদে ব্যাঘাত ঘটিয়েছে অসময়ের বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক। সকালের বৃষ্টিতে স্কুলে যেতে পারেনি শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।