ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯ রোহিঙ্গার অনুপ্রবেশ রুখে দিল বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
৯ রোহিঙ্গার অনুপ্রবেশ রুখে দিল বিজিবি নাফ নদ। ফাইল ছবি

কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত ঘিরে নয় রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ রুখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের নাফ নদীর মোহনা দিয়ে ৯ রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করেন।

কিন্তু দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার সকালে একটি নৌকায় করে নয় রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালান। তবে তারা বিজিবির বাধায় ঢুকতে পারেননি। পরে তারা মিয়ানমারে ফেরত গিয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে নৌকায় করে নয় রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিজিবি সর্তক থাকায় তারা অনুপ্রবেশ করতে পারেননি। নাফ নদীর শূন্য রেখা পর্যন্ত এলে এ রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত যেতে বাধ্য করা হয়।  

সীমান্ত দিয়ে একজনকেও অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।