ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের পরিচয় শনাক্ত

মাদারীপুর: মাদারীপুর শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)।

এছাড়া গুরুতর আহতাবস্থায় এক শিশুসহ কমপক্ষে ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এলাকার সড়কে হানিফ পরিবহনের বরিশালগামী বাসটি দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায় এবং মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে যাত্রীবাহী বাসটি। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের স্বজনরা এসেছেন। দূুর্ঘটনার পর মহাসড়কের প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখেন একটি মালবাহী ট্রাক উল্টে পাশের সার্ভিস লেনে পড়ে আছে এবং ভাঙ্গাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে আছে। আহত যাত্রীরা যন্ত্রণায় কাঁতরাচ্ছেন। ঘটনাস্থলেই দুইজনের মরদেহ পড়ে আছে। আহত রয়েছেন অন্য যাত্রীরা। দুর্ঘটনা কারণে ভাঙ্গাগামী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কে।

মো. হাবিব নামের এক মোটরসাইকেল আরোহী বলেন,‘আমি বাসটির পেছন পেছনই আসছিলাম। বাসটি বেশ দ্রুত গতিতে চলছিল। আমি দূর থেকে দেখলাম হঠাৎ করেই একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা দিয়ে ছিটকে গেলো বাসটি। ঘটনাটি চোখের পলকে ঘটে গেছে। বাসটির সামনের দিকে অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন মারা গেলেও হতাহতের সংখ্যা আরও বেশি। সামনের দিকের বেশির ভাগ যাত্রীই মারাত্মকভাবে আহত বলে দেখা গেছে। ’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন,‘দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনেরই পরিচয় পাওয়া গেছে। তাদের স্বজনেরা এসেছেন। আইনগত প্রক্রিয়া চলছে। তাছাড়া হাসপাতালে যে শিশুটির মৃত্যুর খবর প্রথমে শোনা গিয়েছিল ওই শিশুটি সুস্থ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ’

জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন,‘হানিফ পরিবহনের একটি বাস ওভারস্পিডের কারণে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ’

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।