ঢাকা: রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মামুন বেপারী (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। বাবার নাম মো. ইদ্রিস। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই আব্দুল মোতালেব জানান, নির্মাণাধীন ভবনটির ঠিকাদার ছিলেন মামুন। সন্ধ্যায় কাজ দেখার জন্য ৮ম তলায় উঠেন তিনি। ভবনটির নিচতলা থেকে রুপস দিয়ে মালামাল তুলছিলেন শ্রমিকরা। তবে তিনি হাত দিয়ে সেই রুপস টান দিয়ে ভবনের ভেতরে নেওয়ার সময় নিচে পড়ে যান। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এজেডএস/আরবি