ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
দুর্গাপুরে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে উপজেলার গাঁওকান্দিয়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দুর্গাপুর উপজেলার হাতিমারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. আল আমিন (৩২), ভুলিগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।

পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পৌর শহরের ঘোরাইদ এলাকার জি বি সি এর মাঠে গারো সম্প্রদায়ের সভার গেটের সামনে থেকে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো একসময় ১১০ সিসির ডিসকাভার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে আট ঘণ্টার মধ্যে মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িত দুইজনকে আটক করা হয়।  

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, মামলা হওয়ার আট ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এইসঙ্গে এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।