ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিব-মার্কিন প্রতিনিধিদল বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
পররাষ্ট্র সচিব-মার্কিন প্রতিনিধিদল বৈঠক

ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএসএআইডি'র  সহকারী প্রশাসক  মাইকেল শিফার। এ সময়  আরও উপস্থিত ছিলেন পসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।