মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার ষাটঘড় এলাকার ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষের অপরাধে মো. নূরুল ইসলামকে (৪৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ডিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নূরুল ইসলাম ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম গাছের চারার চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশন ডিবি পুলিশের ইনচার্জ-এর তত্ত্বাবধানে আশিকুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, প্রায় ছয় শতাংশ জায়গায় এই আফিমের আবাদ করেন নূরুল ইসলাম।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এই জমিতে প্রায় ৩০ হাজারের মতো আফিম গাছ রয়েছে। উদ্ধার করা আফিম গাছগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, আটক নূরুল ইসলামের বিরুদ্ধে শিমলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এসআইএ