ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষি জমির মাটি ব্যবহার: কালকিনিতে ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
কৃষি জমির মাটি ব্যবহার: কালকিনিতে ইটভাটা মালিককে জরিমানা

মাদারীপুর: জেলার কালকিনিতে কৃষি জমির মাটি কেটে ব্যবহার করার দায়ে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকস নামে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান।

জানা গেছে, কালকিনির একটি ইটভাটায় কৃষি জমির মাটি কেটে ব্যবহার হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলার বাঁশগাড়ী এলাকার মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকস নামে ইটভাটায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করার সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে ইটভাটার ম্যানেজার মো. নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।