ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ছিনতাই ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়।

 

শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চার ছিনতাইকারী আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ।

জানা গেছে, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের নেতৃত্বে ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল  ২৬ ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী বেলাল আহমেদ ওরুফে জাকির ওরফে জাকারিয়া মোল্লা একাধিক ছিনতাই ও মার্ডারসহ ডাকাতি মামলার আসামি। এছাড়া এই ছিনতাইয়ের সাথে জড়িত গ্রেপ্তার হওয়া কামাল মিয়া, হোসেন ও বাবুল আহমেদ তারা সবাই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এছাড়াও গ্রেপ্তার হওয়া ৪ ব্যক্তির বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।