ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
কামারখন্দে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।  

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভদ্রঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।  

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে ভদ্রঘাট এলাকায় মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।