ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
কাঁচপুরে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

ঢাকা: কাঁচপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে কাঁচপুরের বৈরব বাস কাউন্টারের সামনে

আহতরা হলেন—ইমন, মাইনুল, জাহিদ হাসান, সৈকত হোসেন, সাইমুন ইসলাম। তারা প্রত্যেকেই গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এরমধ্যে সৈকতের নাক ও সাইমুনের থুতনি ফেটে গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় হামলাকারীদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জের সুবর্ণগ্রামে ট্যুরে গিয়েছিল গণিত বিভাগ। শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে মোট আটটি বাস ছিল। ফেরার পথে শেষ বাসে জানালার পাশ থেকে একজন নারী শিক্ষার্থীর ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারী।

এ ঘটনায় শিক্ষার্থীরা বাস থামায় এবং ছিনতাইয়ে সংশ্লিষ্ট কয়েকজনকে ধরে ফেলে। এ সময় উপস্থিতদের সঙ্গে বাকবিতণ্ডায় মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করা হয়েছে বলে জানান অধ্যাপক শহিদুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কী কারণে তারা আহত হয়েছেন, তা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।