ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হিজলায় অবৈধ ইটভাটায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
হিজলায় অবৈধ ইটভাটায় অভিযান

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার পরিচালিত ওই অভিযানে ড্রাম চিমনি (বাংলা চোঙ)যুক্ত চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি অভিযানে দুটি ইটভাটা থেকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

হিজলা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটাগুলোর পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনবসতি থাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই উপজেলার বান্দেরহাট এলাকার এসবিসি ও পিবিসি এবং মেমানিয়া এলাকার এনইউবি ও এলবিএফ-লামিয়া-২ ইটভাটার ড্রামচিমনি ভেঙে দেওয়া হয়। প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

থানা পুলিশের সহযোগিতায় হিজলা উপজেলা প্রশাসনের ওই অভিযানে পিবিসি ও এনইউবি ভাটা থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।