ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
কাউখালীতে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ২৭

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় মিনি ট্রাক খাদে পড়ে মো. আরিফ (২১) এবং মো. সাব্বির (২৩) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৭ জন।

নিহত দুই শ্রমিক জেলা শহরের রিজার্ভবাজার ২ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলায় সড়ক ঢালাইয়ের কাজে গিয়েছিলেন। রাতে মিনি ট্রাকে করে রাঙামাটিতে ফেরার পথে বগাপাড়ায় ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া আহতদের ‍উদ্ধার করে একই হাসপাতালে নেওয়া হয়।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, আহত ২৭ জনের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।