ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ম আমাদের শান্তির শিক্ষা দেয়: সাকিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
ধর্ম আমাদের শান্তির শিক্ষা দেয়: সাকিব  ফাইল ছবি

মাগুরা: মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ধর্ম আমাদের শান্তির শিক্ষা দেয়। ধর্মের মূল কথা হচ্ছে সবাই মিলেমিশে থাকা।

এ কারণে আমরা যে যার ধর্মই পালন করি সব সময় সম্প্রীতি বজায় রাখব। উৎসবে আনন্দে একসাথে থাকব। তাহলেই আমাদের মধ্যে সব সময় শান্তি বজায় থাকবে।

শনিবার (২ মার্চ) বিকালে মাগুরা সদর উপজেলা বেংগা সর্বজনীন মন্দির প্রাঙ্গণ বেংগা বেরইল মালঞ্চী সনাতনী সৎ সংঘ আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। এখন আপনাদের প্রতি কৃতজ্ঞতার চেয়ে দায়বদ্ধতা বেশি। আমি আপনাদের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।

ঝিনাইদহ মাগুরা সম্মিলিত মহা বিদ্যালয়ের প্রভাষক শাওন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার,সুপ্রিম কোর্টের আইনজীবী বিনয় কৃষ্ণ পোদ্দার,শিল্পপতি নারায়ণ শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু,রাঘদাইড় ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির,সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাঘবদাইড় ইউনিয়ন আ.লীগের সভাপতি মুন্সি মহিদুল ইসলাম মোহন,সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।