ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোডে আগুন

আরও ২ দগ্ধ ছাড়পত্র পেলেন বার্ন ইনস্টিটিউট থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
আরও ২ দগ্ধ ছাড়পত্র পেলেন বার্ন ইনস্টিটিউট থেকে

ঢাকা: রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় দগ্ধ ফারদিন ও অনন্ত কাজী নামে দুইজনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া রাকিব, মেহেদি ও সুমাইয়া নামে আরও তিনজন ভর্তি আছেন।

তবে তাদের অবস্থাও উন্নতির দিকে।

রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল ইসলাম বলেন, ঘটনার দিন প্রথমে ১৪ জন ইনস্টিটিউটে আসেন। এরমধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়। শনিবার (২ মার্চ) ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। এবং আজ আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনজন ভর্তি আছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।

ডা. তরিকুল বলেন, ভর্তি তিনজনের ভেতর দুইজনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। একজনের আঘাতজনিত সমস্যা ছিল। তাদের বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে। ধোয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতি হওয়ায় এখনও শ্বাসকষ্ট, গলা ব্যথা রয়েছে। প্রয়োজন মতো অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা যায়, বেইলি রোডে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।