ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে পৃথক দুটি স্থানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

রোববার (৩ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার দক্ষিণ চওড়া ও সংগলশীর সুবর্ণখুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ওই উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।  

পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে রেললাইনের ধার থেকে খড়ি আনতে যান আনিছা। এ সময় মিতালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনিছা চোখ দিয়ে কম দেখতেন এবং কানে কম শুনতেন।

অন্যদিকে, সুবর্ণখুলী এলাকায় মিতালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সৌরভের মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।