ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার ফুলছড়ি উপজেলার উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার কুকড়ারহাট গ্রামের মজিদুলর হকের ছেলে আব্দুল মতিন (২৮)।

স্থানীয়রা জানান, ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে সদরের নশরতপুর এলাকায় বিপরীতমুখী ধান বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাক ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।