ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রুহেলকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার দেবে এফবিআই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৫৭ পিএম, মার্চ ৩, ২০২৪
রুহেলকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার দেবে এফবিআই রুহেল চৌধুরী

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভূত রুহেল চৌধুরী নামের এক পলাতক আসামিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা) পর্যন্ত অর্থ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।  

রুহেল চৌধুরীর বিরুদ্ধে দুটি অপহরণ এবং অপর দুটি অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

এফবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ এবং জ্যামাইকা এলাকায় যাতায়াত রয়েছে রুহেল চৌধুরীর। তিনি পুরোনো গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত থাকতে পারেন।  

নিউইয়র্কের কুইন্সে ২০২৩ সালের ২৭ মার্চ এবং ১১ মে তারিখে ঘটে যাওয়া দুটি অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহেল চৌধুরীকে খুঁজছে পুলিশ। তিনি এবং অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা রাস্তায় অপহরণের পর ভুক্তভোগীদের ছিনতাই ও নির্যাতন করেছেন। অপহরণের শিকার ব্যক্তিদের মাদক প্রয়োগ করা হয়েছে বলেও এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

এছাড়া একজন ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেছিলেন রুহেল চৌধুরী। সেই ভুক্তভোগীর জন্য মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও জানিয়েছে এফবিআই।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
টিআর/এএটি

বাংলাদেশ সময়: ৮:৫৭ পিএম, মার্চ ৩, ২০২৪ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।