ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

কিশোরগঞ্জ: সৌদি আরবে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন।  

রোববার (৩ মার্চ) বিকেলে সৌদি আরবের জেদ্দা নগরে এ হত্যার ঘটনা ঘটে।

 

নিহত মো. সাব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে সৌদি আরবে যান মো. সাব্বির হোসেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত রোববার (৩ মার্চ) বিকেলে তুচ্ছ ঘটনায় একই কক্ষে থাকা এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে তাকে কিলঘুষি মেরে আহত করা হয়। এ ঘটনার বিচার দিতে সাব্বির তার কফিলের (কোম্পানির মালিক) কাছে যাচ্ছিলেন। এসময় ওই প্রবাসী ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে সাব্বিরকে গলা টিপে হত্যা করেন। সাব্বিরকে হত্যা করার ঘটনাটি আরেক প্রবাসী ফোন কল দিয়ে পরিবারকে জানান। এরপর থেকে নিহত সাব্বির হোসেনের বাড়িতে শোকের মাতম চলছে।  

নিহত সাব্বির হোসেনের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের হত্যাকারীদের বিচার দাবি করছি। আর মরদেহ বাংলাদেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।