ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের সময় কম দেওয়ায় অধিবেশন থেকে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
সোমবার (৪ মার্চ) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেওয়া হয়।
ডেপুটি স্পিকার বক্তব্য দেওয়ার জন্য লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন এবং ১০ মিনিট সময় দেন।
এ সময় লতিফ সিদ্দিকী দাঁড়িয়ে বলেন, আমি একজন প্রবীণ সংসদ সদস্য। আমার জন্য ১০ মিনিট সময় কম। তাই আমি সংসদের কার্যক্রম থেকে নিজেকে ১০ মিনিট বিরতি ঘোষণা করছি। এ কথা বলে তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
বাংলাদেশ সময়: ২৯২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এসকে/এমজেএফ