ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৭ মার্চ উপলক্ষে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
নড়াইলে ৭ মার্চ উপলক্ষে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত

নড়াইল: জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীতের আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা প্রশাসন। আয়োজনে কয়েকশ শিক্ষার্থী একসঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশের মানচিত্র তৈরির মাধ্যমে অনুষ্ঠান শেষ করে।

উদ্বোধনী আয়োজনে শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়ানা সুকাইনা ও জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।

এ ছাড়া জেলা আওয়ামী লীগও যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করেছে। সকালে পুরনো বাস টার্মিনালে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন, দোয়ার আয়োজন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, পৌর মেয়র আঞ্জুমান আরা, প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।