ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
রাজশাহীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

রাজশাহী: রাজশাহীতে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে লোকমান আলী (৪৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

লোকমান জেলার বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ জানান, ঝিকড়া থেকে সকালে অটোরিকশায় করে রাজশাহী শহরে আসছিলেন লোকমান। পথে খড়খড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।