ঢাকা: একটা সময় নারীদের গৃহবন্দি থাকতে হতো। ঘরের চার দেয়ালের মাঝে পুরো জীবন কাটিয়ে দিতে হতো তাদের।
বাড়ির চৌকাঠ ডিঙিয়ে নারী এখন পা রাখছে শিক্ষাঙ্গনে ও কর্মক্ষেত্রে। দিন দিন বেড়েছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণও। ঘরে এবং বাইরে সমানতালে এগিয়ে যাচ্ছে নারী। যদিও এর মধ্যেও আছে বৈষম্য আর অসহযোগিতার সঙ্গে নারীর লড়াইয়ের ইতিহাস।
৮ মার্চ বিশ্ব নারী দিবস। জীবিকার সংগ্রামে নারীর অগ্রযাত্রার চিত্র ধরা পড়েছে বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদের ক্যামেরায়।
>> লেগুনায় ঝুলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছেন নারীরা।
>> কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়লেও নারীর জন্য এখনো নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি।
>> পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কঠিন পরিশ্রমের কাজও করছেন নারীরা।
>> পোশাকশিল্পের ঈর্ষণীয় অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য।
>> জীবিকার সংগ্রামে বৃদ্ধ বয়সে ইট ভাঙছেন হাজেরা বেগম।
নারীর এই সমলড়াই উঠে এসেছে কবি নজরুলের ভাষায়, ‘বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ’
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এইচএ/