ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার তিনদিন পর মামুন মিয়া (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে মঙ্গলবার দুপুরে ডাংগা ইউনিয়নের কাজীর চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতেই নিহতের বাবা কিরন মিয়া বাদী হয়ে ওই এলাকার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর গ্রুপ সমর্থিত সিরাজ মিয়া নামে একজনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন।  

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে আওয়ামী লীগের দুই গ্রুপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর সমর্থিতরা বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মার্চ) ডাংগার কাজীরচর গ্রামে শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জরে দুই গ্রুপের সমর্থিতদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত মামুন মিয়াসহ অন্যদের ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা। তাদের মধ্যে সাবের উল হাই গ্রুপ সমর্থিত মামুন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত মামুন মিয়া নামে একজন ঢাকায় মারা গেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।