ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন ৬০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
চাঁদপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন ৬০ জন

চাঁদপুর: ‘চাকরি নয়, সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ৬০ পদের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছেন ২ হাজার ৩৩১ জন।

শুক্রবার (৮ মার্চ) সকালে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেওয়ারা জানান, কোনো ধরনের দালাল বা প্রতারক চক্র ছাড়াই তারা ১৬০ টাকা খরচে আবেদন করেছেন। পুলিশে চাকরি পেলে খুশি হবেন তারা।  

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যরা চাকরি পাবেন। ৬০ জনের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছে ২ হাজার ৩৩১ জন। নির্ধারিত টাকার বাইরে কারও একটি টাকাও খরচ হবে না।  

প্রতারক ও দালাল চক্র ঠেকাতে গোয়েন্দা সংস্থা ছাড়াও নিজস্ব গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।  

ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।