ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে খালে মিলল বস্তাবন্দি মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
কালকিনিতে খালে মিলল বস্তাবন্দি মরদেহ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে একটি খাল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) সকালে পৌর এলাকার ভুরঘাটা লাল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে লাল ব্রিজের নিচে আমানতগঞ্জ খালের পানিতে বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর মর্গে পাঠায় পুলিশ। তবে মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে মরদেহের কোনো পরিচয় মেলেনি। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।