ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পর্দা নামল বিসিক উদ্যোক্তা মেলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
রাজশাহীতে পর্দা নামল বিসিক উদ্যোক্তা মেলার

রাজশাহী: বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন রাজশাহীর সার্বিক সহযোগিতায় ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা’ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১০ মার্চ) বিকেলে নগর ভবনের গ্রিনপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

তিনি বলেন, সততা ও সুবুদ্ধি যেকোনো ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারে। ব্যবসার উদ্ভাবনী চিন্তা দিয়ে ব্যবসায় সফলতা নিয়ে আসবে। আমাদের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে সফল হতে হয়। বিসিক জেলা কার্যালয়ের ১০ দিনব্যাপী এ আয়োজনের সফলতা কামনা করেন তিনি।

পরে মেলার সেরা উদ্যোক্তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। তিনি বলেন, উদ্যোক্তাদের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে এ মেলার মাধ্যমে। নারীদের সামনের দিকে এগিয়ে নিতে তাদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ও কুটির শিল্প সব সময় পাশে আছে। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নারী উদ্যোক্তাদের জন্য সিটি করপোরেশনের মার্কেটে স্থান বরাদ্দ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এতে নিজেদের তৈরিকৃত পণ্য বাজারজাতে এগিয়ে যাওয়া যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেন। আরও বক্তব্য দেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।