ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
বকশীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুর: জেলার বকশীগঞ্জে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলা মামলার প্রধান আসামি মো. তৌহিদুজ্জামান তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার নামাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তৌহিদ ওই এলাকার মৃত আবিরুজ্জামান আক্কাসের সন্তান।  

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সাহা বলেন, সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার পর থেকেই তাকে আটক করতে অভিযানে নামে পুলিশ। রাতে মামলা হওয়ার পর কম সময়ের মধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করি। পারে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এর আগে ১১ মার্চ রাতে সংবাদ সংগ্রহের সময় বকশীগঞ্জের নামাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান। এই ঘটনায় রাতেই মতিন রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. তৌহিদুজ্জামান তৌহিদকে প্রধান ও অজ্ঞাত নামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।