ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উদ্বোধনের দিনই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভাঙলো জানালার গ্লাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
উদ্বোধনের দিনই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভাঙলো জানালার গ্লাস

লালমনিরহাট: উদ্‌বোধনী দিনের প্রথম যাত্রায় পাথরের ঢিলে বুড়িমারী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও যাত্রা বিরতির দাবিতে আদিতমারী স্টেশনে গাড়ি থামিয়ে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে বড়খাতা স্টেশন অতিক্রম করার পরে দুর্বৃত্তদের পাথরের মুখে পড়ে ট্রেনটি।

বুড়িমারী এক্সপ্রেসের পরিচালক শাহিনুর রহমান শাহিন জানান, যথাসময়ে যাত্রীদের নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বুড়িমারী স্টেশন ত্যাগ করে বুড়িমারী এক্সপ্রেস। ট্রেনটি বড়খাতা স্টেশন অতিক্রম করার পথে হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির গ্লাস ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অপরদিকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী উপজেলায় যাত্রা বিরতির দাবিতে আদিতমারী স্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় স্থানীয় হাজারও এলাকাবাসী। অবশেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দিয়ে আদিতমারী স্টেশন ছেড়ে যায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি।

স্থানীয় আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি প্রধানমন্ত্রী লালমনিরহাট বাসীকে উপহার দিয়েছেন। সেই ট্রেনের সুবিধা লালমনিরহাটের সদর উপজেলা পেলেও বঞ্চিত হয়েছে বুড়িমারী স্থলবন্দরসহ চার উপজেলার মানুষ। অপরদিকে নামে বুড়িমারী এক্সপ্রেস হলেও এটির সুবিধা ভোগ করবে রংপুর, গাইবান্ধা, নাটোর, পাবনা, নওগাঁ ও বগুড়া জেলার মানুষ। এসব জেলার জন্য সাতটি যাত্রা বিরতি রয়েছে। লালমনিরহাটের ট্রেন হলেও জেলায় যাত্রা বিরতি নেই। দীর্ঘ প্রতিক্ষার ট্রেন হলেও খুশি নই আমরা। রুটসহ যাত্রা বিরতির বিষয়ে পুনঃ প্রজ্ঞাপনের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, মার্চ, ১৩ ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।