ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৩২ পিএম, মার্চ ১৪, ২০২৪
র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (১৩ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি র‌্যাব লেখা জ্যাকেট, এক জোড়া হাতকড়া, দুইটি র‌্যাবের লোগোযুক্ত চাবির রিং ও একটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল জানান, গ্রেপ্তার রফিকুল বেশ কিছুদিন ধরে ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় র‌্যাব পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা নিতেন। তার বিরুদ্ধে মাহাবুব ঘরামী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
পিএম/এফআর

বাংলাদেশ সময়: ১:৩২ পিএম, মার্চ ১৪, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।