ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরে একটি ভবনের পঞ্চম তলায় মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের অস্তিত্ব পায়নি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন জানান, ইফতারের পরে গুলশান-১ নম্বরের একটি ভবনের পঞ্চম তলায় মেজবান ডাইন নামে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন দেখতে পাননি। তবে মেজবান ডাইন নামে ওই রেস্তোরাঁয় সেভদের ব্যবহৃত তোয়ালেতে আগুন লাগলে রেস্তোরাঁরে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বাংলানিউজকে বলেন, মেজবান ডাইনে তেমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। হয়তো রেস্তোরাঁর বাইরে থেকে কেউ ফায়ার সার্ভিসকে ফোন কল দিয়ে আগুন লাগার খবর দিয়েছে।
রেস্তোরাঁয় ব্যবহৃত একটি কাপড়ে আগুন লেগেছিল বলেও জানান ওসি মাজারুল।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এজেডএস/আরআইএস