ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজার লিটার চোলাই মদসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
হাজার লিটার চোলাই মদসহ আটক ২

রাজশাহী: রাজশাহীর তানোরে এক হাজার ২০ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

 

দুপুরে র‍্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মাদকবিক্রেতারা হলেন- তানোর উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজারের মৃত সুঞ্চু সিংয়ের ছেলে রতন সিং (৫২) ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রানী (৪০)।

র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সকাল সাড়ে ৮টায় রাইতান বড়শো কালীগঞ্জ বাজারে যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদকবিক্রেতা সন্ধ্যা রানী ও রতন সিংকে হাতে নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শেষে দুপুরে দুপুরে তানোর থানায় সোপর্দ করা হয়।  
আটকদের নামে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।