ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রমজানজুড়ে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
ফরিদপুরে রমজানজুড়ে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফরিদপুরবাসী।

রোববার (১৭ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম মাসব্যাপী চলবে।

এ সময় শামীম হক বলেন, ‌বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকার কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কথা চিন্তা করে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌শাহ্ মো. ইশতিয়াক আরিফ, আ.লীগ নেতা কেএম নাহিদুল হকসহ অঙ্গ সংগঠনের নেতারা ‌উপস্থিত ছিলেন।  

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রথমদিন অসংখ্য ‌ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি পরিবার ৫০০ টাকায় মাংস কিনতে পেরে কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।