ব্রাহ্মণবাড়িয়া: সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু যখন স্কুলে পড়তেন, তখন থেকেই সমাজের দুস্থ ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি ও ভালোবাসা ছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব কথা বলেন মন্ত্রী।
জেলা প্রশাসন ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআই