ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে নিজ বাড়িতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
বোয়ালমারীতে নিজ বাড়িতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে গলায় রশি পেঁচানো অবস্থায় মোসলেম শেখ (৮০) নামে এ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোসলেম ওই ইউনিয়নের শেখর বাজার এলাকার বাসিন্দা। তার সাত ছেলে-মেয়ের জনক।

বৃদ্ধের বড় মেয়ে সালমা বেগম অভিযোগ করে বলেন, ‘ব্যাটারিচালিত ইজিবাইকচালক মেজভাই বাবুল শেখের (বৃদ্ধের মেজ ছেলে) সঙ্গে বাবা বসবাস করতেন। বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। ওরা বাবাকে ঠিকমতো খাবার দিতেন না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ’ 

সালমা আরও বলেন, বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে লিখে নিয়েছেন।  

মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।