ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবালয়ে আমবাগানের পাশে পড়েছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
শিবালয়ে আমবাগানের পাশে পড়েছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার উথুলী ইউনিয়নের তমছের আলীর বাড়ির আমবাগানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবালয় থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বাংলানিউজকে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে বোরকা পরা অবস্থায় ২৪-২৫ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।