ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ১১ ডায়াগনস্টিক সেন্টার‌কে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
গোপালগঞ্জে ১১ ডায়াগনস্টিক সেন্টার‌কে জরিমানা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ১১টি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অপরাধের দায়ে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও দুইটি ক্লিনিককে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

 

সোমবার (১৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার ১০০ শয্যা হাসপাতাল গেট এলাকায় সিভিল সার্জন ডা. জিল্লুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা তপাদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বেশ কয়েকজন মালিক অভিযানের কথা জানতে পেরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায়।  

সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান জানান, জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার কোটালীপাড়ায় বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় ১১টি ক্লিনিককে বিভিন্ন অপরাধের দায়ে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়াও দুইটি ক্লিনিককে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।