ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
দিনাজপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেপ্তার 

দিনাজপুর: দিনাজপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাখাওয়াত হোসেন (২০) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি পুলিশ।

এর আগে রোববার (১৭ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাখাওয়াত শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তার মানসিক সমস্যা আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৭ মার্চ) স্কুলের পাশেই তার চাচাতো বোনের বাসায় যাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় সাখাওয়াত ওই শিক্ষার্থীর পিছু নেয়। পরে চাচাতো বোনের বাসার দরজার সামনে পৌঁছালে ওই শিক্ষার্থীকে জাপটে ধরে। এতে নখের আঁচড়ে আহত হয় সে। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সাখাওয়াত।  

পরে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে সাখাওয়াতকে আটক করে পুলিশে সোপর্দ করেন ওই শিক্ষার্থীর স্বজনরা। এ ঘটনায় বাদী হয়ে রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।

বিষয়টি কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান  নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।