ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
রাজস্থলীতে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

রাঙামাটি: জেলার দুর্গম উপজেলা রাজস্থলীতে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা এবং লক্ষনীজয় তঞ্চঙ্গা। তাদের সবার বাড়ি জেলার বিলাইছড়ি উপজেলায়।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজারে একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে চিনি আনছে। তারা একটি মিনি ট্রাকে (পিকআপভ্যান) করে অবৈধ চিনি বিক্রির উদ্দেশে রাজস্থলী বাজারে এনেছে। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মজুদ করা ২৯ বস্তা চিনি জব্দ এবং পাচার চক্রের তিন সদস্যকে আটক করে।

ওসি ইকবাল বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।