ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুকুরে মিলল ইলিশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
পুকুরে মিলল ইলিশ!

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় পুকুরে ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।  

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের সুমন পঞ্চায়েতের বাড়ির পুকুর থেকে মাছটি ধরা পড়ে।

 এ খবর ছড়িয়ে পড়লে ইলিশ মাছটি দেখতে সুমনের বাড়িতে স্থানীয়দের ভিড় জমে যায়।

সুমন পঞ্চায়েত বলেন, বাড়ির পুকুরে ঝাঁকি জাল (খেওলা জাল) দিয়ে মাছ  ধরছিলাম। এ সময় ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি আমার জালে ওঠে।  

সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিয়াদুল পঞ্চায়েত বলেন, পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। জোয়ারের পানির সঙ্গে ইলিশ মাছটি পুকুরে প্রবেশ করতে পারে ধারণা করছি।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, লবণ ও মিষ্টি দুই ধরনের পানিতে বসবাস করতে পারে ইলিশ মাছ। যে পুকুরটিতে আজ মাছটি পাওয়া গেছে, সেটি নদীর কাছাকাছি। সে কারণে হয়তো জোয়ারের পানিতে পুকুরে ইলিশ মাছ প্রবেশ করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।