ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মারজুম মৃধা (৪২) নামে ধর্ষণ মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২০ মার্চ) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাতে বোয়ালমারী উপজেলার চতুল ফায়ার সার্ভিসের সামনে থেকে মারজুমকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মারজুম ওই উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।  

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রীটির (১৫) মা মারা যান ১৪ বছর আগে। বাবা দুবাই প্রবাসে থাকায় চতুল ইউনিয়নের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করত মেয়েটি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সকালে মারজুম মৃধা ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিজের ঘরে নিয়ে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী তার স্বজনদের কাছে বিষয়টি খুলে বললে গত ১৬ ফেব্রুয়ারি মেয়ের খালু বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ১৪। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মারজুম পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বোয়ালমারী পৌরসভা সদরের চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে মারজুমকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মারজুমকে বুধবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মারজুমের নামে এর আগেও ডাকাতির প্রস্তুতিকালে দুইটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।