ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

শেরপুর: শেরপুরে সড়ক দুর্ঘটনায় শুকুর আলী (২৫) নামে এক ডাম্প ট্রাকের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন লুৎফর রহমান নামে ব্যাটারি চালিত ইজিবাইকের এক চালক।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় জামালপুর-বকশীগঞ্জ সড়কের চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার মাঝপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। আহত ইজিবাইকচালক লুৎফর রহমানকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নন্দীরবাজার মাঝপাড়ায় একটি ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। এ অবস্থায় দুইজনকে জেলা সদর হাসপাতালে নিলে ট্রাকচালক শুকুর আলীর মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।