ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাংয়ের হামলা, ১১ দিন পর মারা গেল এইচএসসি পরীক্ষার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
কিশোর গ্যাংয়ের হামলা, ১১ দিন পর মারা গেল এইচএসসি পরীক্ষার্থী 

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলার ১১ দিন পর জিসান ডাক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হলেও বিষয়টি জনসমক্ষে আসে মঙ্গলবার (২০ মার্চ) সকালে।

জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মশিউর রহমান নান্নু ডাকের ছোট ছেলে।

সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড়ো হতে বলে। জিসান বাজারে পৌঁছামাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল, ইছাসহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি (চলা) দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে ৫/৬ ঘণ্টা অবস্থান করার পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।