ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আরও এক বছর যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার থাকছেন আশিকুন নবী 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
আরও এক বছর যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার থাকছেন আশিকুন নবী 

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আশিকুন নবী চৌধুরী।

আগামী এক বছরের জন্য তাকে এ পুনরায় নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. আশিকুন নবী চৌধুরীকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অনান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪ 
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।