ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় দুই হরিণের চামড়া সহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
পাথরঘাটায় দুই হরিণের চামড়া সহ আটক ৩

বরগুনা: গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি হারিণের চামড়া উদ্ধার করেছে। এ সময় তিন যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রাম থেকে হরিণের চামড়া উদ্ধার ও তিনজনকে আটক করে পুলিশ।

আটরা হলেন- দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের হাবিবের ছেলে মোহেব্বুল্লাহ (১৮), মঠের খাল গ্রামের শাহজাহানের ছেলে শামীম (২০) ও দক্ষিণ চরদুয়ানী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফরিদ (২৫)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের সন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।