ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় রোজায় স্ট্রোক করে মৃত্যু, দেশে ফিরল প্রবাসীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
মালয়েশিয়ায় রোজায় স্ট্রোক করে মৃত্যু, দেশে ফিরল প্রবাসীর মরদেহ

মেহেরপুর: পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মেহেরপুরের মো. তোফাজ্জল হোসেন (৫৫)। সংসারে সচ্ছলতা ফেরাতে পারলেও তিনি হাসিখুশি মুখে ফিরতে পারলেন না পরিবারে।

বাড়িতে ফিরলো তার নিথর দেহ।

তোফাজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের মৃত মো. আব্দুল মজিদের ছেলে। মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত ছিলেন এই রেমিট্যান্সযোদ্ধা। এবারের প্রথম রোজায় স্ট্রোক করে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তোফাজ্জল হোসেনের মরদেহ তার নিজ গ্রাম ঝোড়াঘাটে পৌঁছায়। পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বামন্দী ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল এই তথ্য নিশ্চিত করেছেন।

তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, চাচা দীর্ঘদিন দুবাই ও ব্রুনাই প্রবাসী ছিলেন। পরে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। প্রথম রোজার দিন স্ট্রোক করে ইন্তেকাল করেন।

তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।