ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত 

গাইবান্ধা: নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

 

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।  

চেয়ারম্যান রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন মাহমুদের ছেলে।  

বিয়ের প্রলোভনে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করার পর আর বিয়ে না করায় তার নামে ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় এ মামলা করা হয়।
পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন এ মামলা করেন।  

ওই মামলায় চার্জ গঠন হওয়ায় রফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।