ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ২ নারী দগ্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ২ নারী দগ্ধ  প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে লিকেজ হয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে দুই নারী দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে পাইপ লিকেজ হয়ে জমে থাকা গ্যাস স্পার্ক করে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আইরিন (৩২) ও জান্নাত (২৪)। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া জানান, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জেনেছি। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।